কাটারীর কোপ মদের দোকানের কর্মচারীকে ।

0
268

আবদুল হাই, বাঁকুড়াঃ মদের দোকানের এক কর্মচারীকে কাটারীর কোপ মারার অভিযোগ উঠলো এক ব্যক্তির বিরুদ্ধে। সোমবার বাঁকুড়ার বেলিয়াতোড় থানা এলাকার বৃন্দাবনপুরের ঘটনা।
পুলিশ সূত্রে খবর, এদিন ঐ লাইসেন্স প্রাপ্ত মদের দোকানে কর্মচারী শীতল ঘোষ যখন বসেছিলেন ঠিক তখনই সাগরকাটা গ্রামের জনৈক প্রবীর মণ্ডল দোকানে ঢুকে উপুর্যপরি তাকে কাটারির কোপ মারে। ফলে মাথায় ও হাতে তিনি গুরুতর চোট পান। স্থানীয় গ্রামবাসীরা গুরুতর আহত অবস্থায় শীতল ঘোষকে বেলিয়াতোড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

পরে পুলিশ অভিযুক্ত প্রবীর মণ্ডলকে আটক করে। উদ্ধার করা হয়েছে কাটারিটিও।


লাইসেন্স প্রাপ্ত মদের দোকানের এক কর্মচারীকে খুনের চেষ্টার অভিযোগে জনৈক প্রবীর মণ্ডলকে বাঁকুড়া জেলা আদালতে তুললো বেলিয়াতোড় থানার পুলিশ। মঙ্গলবার ধৃতকে আদালতে তোলা হয়।

প্রসঙ্গত, গত সোমবার বেলিয়াতোড় থানার বৃন্দাবনপুর মোড়ে একটি লাইসেন্সপ্রাপ্ত মদের দোকানে সাগরকাটা গ্রামের প্রবীর মণ্ডল কর্মচারী শীতল ঘোষকে কাটারির কোপ মারে। একাধিকবার কাটারির কোপ মারার ফলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে প্রথমে বেলিয়াতোড় গ্রামীণ হাসপাতাল ও পরে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানিন্তরিত করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন। পরে পুলিশ ঐ দোকানের সিসিটিভি ফুটেজের সূত্র ধরে অভিযুক্তকে গ্রেফতার করে।