কোচবিহার জেলা জুড়ে ছাত্র ধর্মঘট পালন ডিএসও’র।

0
209

কোচবিহার, ২৩ আগস্টঃ কলেজ ফি কমানোর আন্দোলন করতে পুলিশের হাতে মারাত্মক ভাবে নিগৃহীত হওয়ার অভিযোগ তুলে কোচবিহারে ছাত্র ধর্মঘট পালন করল ডিএসও ছাত্র সংগঠন। আজ ওই ছাত্র ধর্মঘট সফল করতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে সকাল থেকে বিক্ষোভ প্রদর্শন করে ডিএসও’ কর্মী সমর্থকরা। অশান্তি এড়াতে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে পুলিশও মোতায়েন রাখা হয়। তার জেরে প্রায় বেশীর স্কুল কলেজে সেভাবে ছাত্রছাত্রীদের উপস্থিত হতে দেখা যায় নি। পরে ডিএসও’র পক্ষ থেকে একটি মিছিল বের ছাত্র ধর্মঘট সফল হয়েছে বলে দাবি করে।
জানা গিয়েছে, সম্প্রতি হলদিবাড়ি কলেজে ফি কমানোর দাবি নিয়ে ডিএসও কলেজ অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ দেখায়। সেই বিক্ষোভের খবর পেয়ে পুলিশ সেখানে আন্দোলনরত ছাত্রছাত্রীদের সাথে গণ্ডগোলের সৃষ্টি হয়। অভিযোগ, ওই সময় তাঁদের এক ছাত্র নেতাকে গলা চিপে ধরা হয়। পরে ওই ছাত্রনেতা জ্ঞান হারিয়ে ফেলে। পরে তাঁকে প্রথমে হলদিবাড়ি হাসপাতালে পরে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা করানো হয়। ওই ঘটনার প্রতিবাদ জানিয়ে কোচবিহার এসপি অফিসে বিক্ষোভ দেখাতে গিয়ে ডিএসও ছাত্রছাত্রীরা আচমকা অফিসের ভিতরে ঢুকে স্লোগান দিতে শুরু করে। ওই সময় পুলিশের সাথে ডিএসও’র ছাত্রছাত্রীরা কার্যত খণ্ড যুদ্ধে জড়িয়ে পড়ে। পুলিশ সেখান থেকে ১৩ জনকে গ্রেপ্তার করে। এরপরেই জেলা জুড়ে ছাত্র ধর্মঘটের ডাক দেয় ডিএসও ।