নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ- মঙ্গলবার সন্ধ্যায় ঝাড়গ্রাম শহরের রূপছায়া এলাকায় তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলা কমিটির কার্যালয়ে ঝাড়গ্রাম পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর নবু গোয়ালা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তার হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলা কমিটির সভাপতি বিধায়ক দুলাল মুর্মু। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম পৌরসভার পৌর প্রধান কবিতা ঘোষ, প্রাক্তন পৌরপ্রধান শিবেন্দ্র বিজয় মল্লদেব, তৃণমূল কংগ্রেসের নেতা প্রসুন সড়ঙ্গি সহ আরো অনেকে। উল্লেখ করা যায় যে ১৯৯৮ সাল থেকে তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত ছিলেন নবু গোয়ালা। এর আগে তিনি দুবার কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। পৌরসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস তাকে প্রার্থী না করায় তিনি ঝাড়গ্রাম পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে ভালো ভোটের ব্যবধানে নির্বাচিত হন। এরপর তিনি তৃণমূল কংগ্রেসে যোগদানের আবেদন জানান। ঝাড়গ্রাম পৌরসভার ১৮ টি আসনের মধ্যে ১৬ টি আসনে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস, একটি আসনে নির্দল ও একটি আসনে সিপিআই দলের প্রার্থী জয় লাভ করেছিল। অবশেষে সোমবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সি সোমবার ঝাড়গ্রাম জেলার তৃণমূল কংগ্রেস নেতৃত্বদের নিয়ে কলকাতায় বৈঠক করেন । ওই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলা কমিটির সভাপতি দুলাল মুর্মুকে নির্দেশ দেন নবু গোয়ালাকে দলে ফিরিয়ে নেওয়ার। তাই মঙ্গলবার এক অনুষ্ঠানের মাধ্যমে নবু গোয়ালাকে তৃণমূল কংগ্রেসে ফিরিয়ে নেওয়া হয়। নবু গোয়ালা বলেন আমি তৃণমূল কংগ্রেসে ছিলাম, তৃণমূল কংগ্রেসে আছি, তৃণমূল কংগ্রেসে থাকবো। এলাকার মানুষ আমাকে প্রার্থী হিসেবে চেয়েছিল কিন্তু দলের এক শ্রেণীর নেতৃত্বের জন্য আমাকে দল প্রার্থী করেনি। আমি নির্দল হিসেবে জয়লাভ করেছি। তা সত্ত্বেও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে দলে ফিরিয়ে নেওয়ায় আমি তাদের কৃতজ্ঞতা জানাই এবং তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করে তোলার জন্য তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসেবে তিনি কাজ করবেন বলে জানান।