জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- মঙ্গলবার সকালে জলপাইগুড়ি পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের সেন পাড়ার তিস্তা বাধ প্রতি বছরই ক্ষতিগ্রস্ত হয় নদীর জলোচ্ছাসে, সেই ক্ষতির থেকে বাধকে রক্ষা করার পাশাপাশি পরিবেশ দূষণ রুখতে এলাকার সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষে চারা গাছ বিতরণ করা হয়,
এই কর্মসূচী প্রসঙ্গে ওয়ার্ডের কাউন্সিলর তথা জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সদস্য স্বরূপ মন্ডল জানান,
সন্মানীয় নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতেই এই উদ্যোগ, আগামীতে তিন নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় আরো বৃক্ষ রোপন করা হবে।