তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশে কোচবিহার থেকে কোলকাতায় যাবে ৫ হাজার ছাত্রছাত্রী।

0
253

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কোলকাতার গান্ধী মূর্তির পাদদেশে ডাকা সমাবেশে কোচবিহার থেকে ৫ হাজার ছাত্রছাত্রী নিয়ে যাবে তৃণমূল ছাত্র পরিষদ। এদিন শীতলকুচি বিধানসভার বৈরাগীর হাট এলাকায় এমনটাই দাবি করেন কোচবিহার জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অনির্বাণ সরকার।

তিনি বলেন, এবছর কোচবিহার জেলা থেকে প্রচুর সংখ্যক ছাত্র পরিষদের কর্মী সমর্থকেরা কোলকাতার গান্ধী মূর্তির পাদদেশের সমাবেশে অংশগ্রহণ করবে। সব মিলিয়ে এই জেলা থেকে পাঁচ হাজার ছাত্রছাত্রী ওই সমাবেশে যোগ দিতে কোলকাতায় যাবে।

উল্লেখ্য, ২৮ শে অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষে ২৯ শে অগাস্ট কোলকাতার গান্ধী মূর্তির পাদদেশে সমাবেশ অনুষ্ঠিত হবে। এবার এমন একটা সময়ে তৃণমূল ছাত্র পরিষদের ওই সমাবেশ হতে চলছে যখন দলের গুরুত্বপূর্ণ দুই নেতা দুর্নীতির দায়ে জেলে রয়েছেন। আরও অনেক নেতা মন্ত্রীর বিরুদ্ধে আয়ের বেশী সম্পত্তি থাকার অভিযোগ উঠেছে। যার প্রভাব গোটা রাজ্যে তৃণমূলের সমস্ত ধরনের সংগঠনের উপড়ে গিয়ে পড়েছে। এই অবস্থায় তৃণমূল ছাত্র পরিষদের ওই সমাবেশে জমায়েতকে অনেক বেশী গুরুত্ব দেওয়া হচ্ছে বলে সূত্রের খবর।