শারদীয়া উৎসব উপলক্ষে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর প্রশাসনিক ও সমন্বয় বৈঠক নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে।

0
216

বাঁকুড়া-ইন্দাস, আব্দুল হাই:-এই মুহূর্তে দেশে রাজনৈতিক অস্থিরতা যথেষ্ট, নানান কারণে আন্দোলন, মিটিং, মিছিল নিত্যদিন কার ঘটনা আর এর মধ্যেই শিওরে কড়া নাড়ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো।

বিভিন্ন কারণে মানুষের মধ্যে মতভেদ থাকলেও উৎসবের রং যাতে রাজনৈতিক রঙের সাথে মিলেমিশে একাকার হয়ে গিয়ে বিশৃঙ্খলার সৃষ্টি না হয় সেটা নিশ্চিত করা এই মুহূর্তে প্রশাসন এবং পুজো কমিটির কাছে একটি বড় চ্যালেঞ্জ আর সেই অগ্নিপরীক্ষাতে যাতে সসম্মানে প্রশাসন এবং পুজো কমিটি গুলি উতরে যেতে পারেন সেই কারণে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির চেষ্টার কোনো ত্রুটি রাখছেন না। উৎসবের মাঝে যাতে কোনো অশান্তির তৈরি না হয় এবং রাজনৈতিক অসন্তোষের কারণে উৎসবের রং ফিকে না হয়ে যায় সেই কারণেই আজ নেতাজি ইনডোর স্টেডিয়ামে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার প্রত্যেকটি থানার পুলিশ, প্রশাসন এবং পুজো কমিটির কর্তা ব্যক্তিদের নিয়ে এক ভার্চুয়াল বৈঠক হয়ে গেল। আজকের এই বৈঠকে ইন্দাসের প্রশাসনের পক্ষ থেকে ইন্দাস থানার ওসি সোমনাথ পাল, ইন্দাস ব্লকের বিডিও মানসী ভদ্র চক্রবর্তী সহ ইনদাস থানা সমস্ত পুলিশ কর্মী এবং ইন্দাস থানার সকল সার্বজনীন দুর্গাপূজোর উদ্যোক্তারা।