কালিয়াগঞ্জ কলেজেও শুরু হয়েছে করোনা ভ্যাকসিন টিকা দেওয়ার জন্য বিশেষ ক্যাম্প।

0
5464

উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- দেশে জোর কদমে চলছে করোনা টিকা (COVID Vaccine) দেওয়ার কাজ। ইতিমধ্যে ১৩৩ কোটি ডোজ দেওয়া হয়ে গিয়েছে। প্রতিদিনই সেই সংখ্যা বাড়ছে। এটা নিঃসন্দেহে ভাল কথা।তবে চিন্তা বাড়িয়েছে করোনার নতুন প্রজাতি ওমিক্রনের সংক্রমণ।সরকার পরিকল্পনা করছে, করোনা থেকে বাঁচার জন্য যাতে সবাইকে দ্রুত টিকা দিয়ে দেওয়া যায়। আর সেই লক্ষ্যে বিভিন্ন জায়গার সাথে সাথে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ কলেজেও শুরু হয়েছে করোনা ভ্যাকসিন টিকা দেওয়ার জন্য বিশেষ ক্যাম্প। যেখানে কলেজের ছাত্র-ছাত্রীরা থেকে আরম্ভ করে কলেজের অনেক কর্মচারী রাও সেই করণা ভ্যাকসিন নিচ্ছে। কালিয়াগঞ্জ কলেজের অধ্যক্ষ ডক্টর পীযূষ দাস জানান করোনা ভ্যাকসিন এর টিকা সবার নেওয়া একান্তই প্রয়োজন। তাই তাদের কলেজে এ ধরনের ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে যেখানে ভালো সাড়া পড়েছে।