পঞ্চায়েত সদস্যকে মারধোর করার অভিযোগ তৃনমূলের প্রধানের বিরুদ্ধে।

0
208

দিনহাটা, নিজস্ব সংবাদদাতা:-  ব্লক সভাপতি ঘোষণার পরেই আবারো উত্তপ্ত দিনহাটা। আজ গিতালদাহ ১ গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী মাফুযার রহমানের সাথে গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য আজিজুল হকের বিবাদকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়।
অভিযোগ, আজিজুল হক নামের ওই পঞ্চায়েত সদস্য অভিযোগ করে জানায় প্রধানের স্বামী তাকে গাড়ি থেকে টেনে নেমে মারধর করে ও তার গলায় ছুরি চালায়। বর্তমানে সে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অপরদিকে অভিযুক্ত ওই প্রধানের স্বামী মাফুজার রহমান সাংবাদিকদের সামনে প্রতিক্রিয়া দিতে গিয়ে তার বিরুদ্ধে ওঠা গলায় চাকু চালানোর অভিযোগ অস্বীকার করেন।
তিনি আরো জানান, আজ ওখানে কি হয়েছে সেটা ওখানকার যারা প্রত্যক্ষদর্শী স্কুলের ছাত্র-ছাত্রী এমনকি কর্তব্যরত এক সিভিক ভলেন্টিয়ার তারাই ভালো বলতে পাবে। তিনি জানান ঘটনা তদন্ত হলে আসল সত্যিটা বেরিয়ে আসবে।
অপরদিকে গীতালদেহ এক গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান অত তৃণমূল কংগ্রেসের প্রাক্তন অঞ্চল সভাপতি আবুল আজাদ এই ঘটনার জন্য সম্পূর্ণরূপে মাফুজার রহমানকেই দায়ী করেন তিনি। অভিযোগ করে তিনি আর কি কি বললেন শুনবো।