জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- ত্রিস্তর পঞ্চায়েতের পদাধিকারিকদের আর্থিক ব্যবস্থাপনার বিষয় নিয়ে জলপাইগুড়িতে একটি কর্মশালার আয়োজন করা হল বৃহস্পতিবার।
সরোজেন্দ্রদেব রায়কত কলাকেন্দ্রে আয়োজিত এই কর্মশালার উদ্বোধন করেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন।
পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ ও গবেষণা সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হয় এই কর্মশালা। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি সদর মহকুমা শাসক সুদীপ পাল সহ বিভিন্ন প্রশাসনিক আধিকারিকরা। জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত স্তর থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের সদস্য এবং কর্মাধ্যক্ষদের প্রশিক্ষণ দেওয়া হয় এই শিবিরে। বিভিন্ন সরকারি প্রকল্পগুলোর জন্য কিভাবে আর্থিক ফান্ডের ব্যবস্থা করা হবে এবং সমস্ত কাজ কিভাবে দ্রুততার সঙ্গে শেষ করা যাবে মূলত এই নিয়েই প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানান জলপাইগুড়ি জেলা পরিষদের সহ সভাধিপতি দুলাল দেবনাথ।