পুজোর আগে পুলিশের কাছ থেকে হারানো মোবাইল হাতে পেয়ে খুশি অখিল, জোৎস্না থেকে সবিতা ।

0
224

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে, পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে উদ্ধার হওয়া মোবাইল ফোন গুলো ন্যায্য মালিকদের হাতে তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, বিভিন্ন থানা এলাকায় প্রায়ই মোবাইল হারিয়ে যাওয়া সংক্রান্ত অভিযোগ জমা পরে,জেলা পুলিশ তার নিজেস্ব সোর্স এবং সাইবার নেটওয়ার্ক এর মাধ্যমে সাধারণ মানুষের হারানো মোবাইল গুলো উদ্ধারের চেষ্টা চালায়,
এমন ভাবেই সম্প্রীতি জেলার বিভিন্ন থানা এলাকা থেকে মোট ৩০টি খোয়া যাওয়া মোবাইল উদ্ধার করা গিয়েছিল।
বৃহস্পতিবার এক বিশেষ অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত ১৯ জন প্রকৃত মোবাইল মালিকের হাতে সেই মোবাইল ফোন তুলে দেন,
এই প্রসঙ্গে এস পি জলপাইগুড়ি জানান, জেলা পুলিশের এই প্রয়াস লাগাতার চলবে।
অপরদিকে পুজোর ঠিক আগমুহূর্তে হারানো মোবাইল হাতে পেয়ে বেজায় খুশি ময়নাগুড়ির বাসিন্ধা জোৎস্না সরকার, তিনি মোবাইল হাতে পেয়ে জানান, আজ খুবই খুশি লাগছে।
ওপর এক হারানো মোবাইল প্রাপক সবিতা নন্দী জানান, দমোহনি থেকে মোবাইল টি হারিয়ে ছিলো, ময়নাগুড়ি থানায় জানিয়ে ছিলাম, আজ আমি আমার মোবাইল ফিরে পেলাম, খুবই ভালো লাগছে।