নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- মাদ্রাসা থেকে ভুতুড়ে শিক্ষকদের বহিষ্কারের দাবিতে এবার সরব হল এলাকার অভিভাবক এবং ওই মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা।মাদ্রাসায় ভুতুড়ে শিক্ষকদের বহিষ্কার দাবিতে দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখা হলো শিক্ষকদের।তালা বন্ধ করে দেওয়া হলো মাদ্রাসার প্রধান ফটোকে।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার হরিশ্চন্দ্রপুর দু’নম্বর ব্লক এলাকা’র মিলনগর সাজ্জাদিয়া হাই মাদ্রাসাতে।ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের বিক্ষোভের জেরে সকাল থেকে ওই এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।ঘটনার খবর পেয়ে আইসি দেওদুত গজমের এর নেতৃত্বে এলাকায় ছুটে যায় হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশি হস্তক্ষেপ ও বিক্ষোভ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। মাদ্রাসার ভুয়া শিক্ষকদের ছাত্রছাত্রীরা হাত ধরে টেনে বের করে দেয়। বিক্ষুব্ধ ছাত্রছাত্রী এবং অভিভাবকদের দাবি অবিলম্বে ওই মাদ্রাসায় নিয়োগ হওয়া ৬ জন ভুতুড়ে শিক্ষককে অপসারণ করতে হবে।না হলে এই বিক্ষোভ অবস্থান অনির্দিষ্টকালের জন্য চলবে।এদিকে ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে আসেন হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের বিডিও এবং কোরিয়ালি সাক্রেলের সাব এস আই।তারা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। কিন্তু কোন সমাধান সূত্র বের হয়নি বলে শেষ পর্যন্ত খবর।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি ওই মাদ্রাসায় ছ জন শিক্ষককে নিয়োগ করা হয়। আদালতের নির্দেশে তারা যোগ দিয়েছেন বলে মাদ্রাসা কতৃপক্ষের দাবি। স্থানীয়দের অভিযোগ, শুধু ওই ছ জন নন। এলাকায় অন্তত ২০ জনের কাছ থেকে আট থেকে ১০ লক্ষ করে টাকা নেওয়া হয়েছে। তারা মাদ্রাসায় কাজ করেছেন(অরগানাইজ) দেখিয়ে আদালতে মামলা করে ঘুরপথে তাদের কমিটি নিয়োগ করেছে বলে অভিযোগ। এ নিয়ে স্থানীয়রা একাধিকবার মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে নথি চাইলেও তা দেওয়া হচ্ছে না। এছাড়া গত ছ বছর ধরে সেখানে নির্বাচন হয়নি। ফলে ওই কমিটি অবৈধ বলেও বিক্ষোভকারীদের দাবি।
Home রাজ্য উত্তর বাংলা মাদ্রাসা থেকে ভুতুড়ে শিক্ষকদের বহিষ্কারের দাবিতে এবার সরব হল এলাকার অভিভাবক এবং...