কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল তৃণমূল মহিলা কংগ্রেসের।

0
415

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রান্নার গ্যাস ও নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ও কেন্দ্রীয় রাজনৈতিক প্রতিহিংসা পরায়নতার বিরুদ্ধে নদিয়ার নবদ্বীপ শহর তৃণমূল মহিলা কংগ্রেসের এক সুবিশাল প্রতিবাদ মিছিল করা হয়। নবদ্বীপ শহর তৃণমূলের মহিলা কংগ্রেসের সভানেত্রী মনিকা চক্রবর্তী ডাকে শুক্রবার বিকেলে নবদ্বীপ শহরের ব্যস্ততম বড়াল ঘাট থেকে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে পুনরায় মিছিলটি শেষ হয় বড়াল ঘাটে দলীয় অফিসের সামনে এসে।
এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন নবদ্বীপ শহর তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী মনিকা চক্রবর্তী ছাড়াও অসংখ্য তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা। সভানেত্রী মনিকা চক্রবর্তী বলেন, অপদার্থ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আজ আমরা মহিলারা রাস্তায় নেমেছি। মুড়ি খাওয়া থেকে বঞ্চিত এবং অত্যাধিক গ্যাসের দামের জন্য রান্না করা থেকে বঞ্চিত করেছে এই কেন্দ্রীয় সরকার। এরপর আমরা দিল্লিতে দরবার করবো বলে তিনি জানালেন।