পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা: – গত দুই দিনের বৃষ্টিপাতের ফলে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ১১ নম্বর কলাগ্রাম অঞ্চলের জলমগ্ন একাধিক এলাকা, চিন্তায় মাথায় হাত এলাকার চাষীদের,ফের বন্যার আশঙ্কা এলাকাবাসীদের,শুক্রবার এমনই চিত্র উঠে এলো, জানা গিয়েছে অঞ্চলের গেরিকলা, কানুনিয়া,ভোলসরা সহ একাধিক এলাকা কার্যত জলমগ্ন,আমন ধানের বীজতলার পাশাপাশি ক্ষয়ক্ষতি হয়েছে ফসলের, ফলে কার্যত মাথায় হাত এলাকার চাষীদের, এলাকাবাসীদের বক্তব্য কুবাই নদীর বাঁধ মেরামত না হওয়ার কারণেই ফের এই বছর ফের বন্যার আশঙ্কা করছে এলাকার মানুষ, এই নিয়ে অবশ্য ব্লক প্রশাসনের দারস্ত হয়েছিল এলাকাবাসীরা, এমনটাই জানা গিয়েছে, স্থানীয় সূত্রে। প্রসঙ্গত গত বছর বন্যার কারণে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে গোটা এলাকা জুড়ে।
Home রাজ্য দক্ষিণ বাংলা গত দুই দিনের বৃষ্টিপাতের ফলে কেশপুর একাধিক এলাকা জলমগ্ন,ক্ষয়ক্ষতির পাশাপাশি বন্যার আশঙ্কা।