পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার মানুষের বিনোদন দিতে তৈরি হয়েছে পার্ক, যার মধ্যে রয়েছে সুবিশাল এলাকা জুড়ে সৌন্দর্যায়ন সুসজ্জিত একটি পার্ক। প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে নতুন পার্ক। যা পাঁশকুড়া বাসীর কাছে এক নতুন চমক এক প্রকার উপহার বলা যায়। এই পার্ক তৈরির কাজ প্রায় শেষ হতেই সেই মহেন্দ্র শুভক্ষন হাজির। যার আনুষ্ঠানিক ভাবেশুভ উদ্বোধন হয়ে গেল বৃহস্পতিবার সন্ধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পুর মন্ত্রী ফিরহাদ হাকিমের হাতে উদ্ধোধন হয় এই পার্ক। উপস্থিত ছিলেন কারা মন্ত্রী অখিল গিরি, মৎস্য মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী, জেলাশাসক পূর্ণেন্দু মাঝি, পূর্ব মেদিনীপুর জেলার এস পি অমরনাথ কে, প্রাক্তন মন্ত্রী সেচ ও জলসম্পদ সৌমেন কুমার মহাপাত্র, সহ একাধিক প্রশাসনিক কর্তারা উপস্থিত ছিলেন। নব নির্মিত এই পার্কে থাকছে একাধিক চমক। পাঁশকুড়া পৌরসভা এলাকায় গ্রীন সিটির আওতায় তৈরি হচ্ছে এই পার্কটি। ১০ কোটি টাকার এই প্রজেক্ট এর কাজ দ্রুত গতিতে সম্পন্ন হয়েছে। শিশু থেকে শুরু করে আট থেকে আশি সকলের বিনোদনের যোগান দিতে চলেছে এই সুবিশাল পার্কটিতে। পার্কের মধ্যে থাকছে ওপেন থিয়েটার হল, ফুড প্লাজা, মেরিড সেরেমনি হল, প্রেস কর্নার, বিভিন্ন মনিষিদের মূর্তি সহ একাধিক বিশেষত্ব নিয়ে তৈরি হচ্ছে এই পার্কটি। তবে এই সুবিশাল পার্ক তৈরি হওয়াতে শুধু পাঁশকুড়া বাসী নয় দূর-দূরান্ত থেকে বহু মানুষ বেড়াতে আসবেন এখানে এমনটাই মনে পড়ছে প্রশাসনিক ব্যক্তিবর্গ। এমনকি এই পার্ক ঘিরে বেকারদের বেকারত্ব ঘোচাতে একাধিক ব্যবসা গড়ে উঠবে মিলবে একাধিক কর্মস্থান। সব মিলিয়ে এই পার্কে ঘিরে একাধিক স্বপ্ন দেখছেন পাঁশকুড়া বাসী। এই দিন উদ্বোধন শেষে ফিরহাদ হাকিম জানান এই ধরনের পার্ক কলকাতা শহরেও নেই।
Home রাজ্য দক্ষিণ বাংলা পাঁশকুড়ায় তৈরি হয়েছে নতুন পার্ক,উদ্বোধন করলেন পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ফীরহাদ...