মহিষাদল কলেজে উৎসাহী হয়ে ছাত্রীরা রক্তদানে এগিয়ে আসায় খুশি অধ্যক্ষ,প্রথমবার রক্ত দিতে পারায় খুশি ছাত্রীরাও।

0
374

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রক্তদান মহতদান। রক্তের অভাব দূর করতে সরকারি বা বেসরকারি ভাবে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বর্তমান সময়ে রক্তদানে মেয়েরাও এগিয়ে আসছে। তাদের গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। আগামী ২৮ আগষ্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষ্যে রাজ্যের বিভিন্ন কলেজের নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল রাজ কলেজে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেই শিবিরে ছাত্রীরা উৎসাহী হয়ে রক্তদান করতে এগিয়ে এসেছে। ছাত্ররা দিয়ে থাকে এবার ছাত্রীরাও এগিয়ে এসে রক্তদান করায় খুশি কলেজের অধ্যক্ষ অসীম কুমার বেরা। তিনি জানান, কলেজে পঠনপাঠনের সময় ছাত্রীদের রক্তদানের বিষয়ে জানানো হতো। তারা বুঝতে পেরে এগিয়ে এসে রক্তদান করায় আমি ভীষণ খুশি।
মহিষাদল রাজ কলেজের তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রতি বছর ২৫০/২৮০ মধ্যে রক্তদাতার সংখ্যা থাকত এবার সেই সংখ্যা ৩০০ গন্ডি পারানো পরিকল্পনা রয়েছে। এবছর বহু ছাত্রী রক্তদানে এগিয়ে এসেছে।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিষাদলের বিধায়ক তিলক কুমার চক্রবর্তী, পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস, মহিষাদল থানার ওসি প্রলয় চন্দ্র সহ অন্যান্যরা।
প্রথমবার রক্তদান করতে পেরে ভীষণ খুশি পড়ুয়ারা।রাজ্যের যেসমস্ত কলেজে রক্তদান শিবির করে থাকে তাদের মধ্যে প্রতি বছর রক্তদাতার সাংখ্যায় প্রথম স্থানে মহিষাদল রাজ কলেজ।