নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- শ্রীরামকৃষ্ণ পার্ষদ স্বামী অদ্বৈতানন্দজীর পূন্য আবির্ভাব তিথিতে রামকৃষ্ণ মিশনের নবদ্বীপ শাখার স্বামী আত্মস্থানন্দ ভবনের ৪৫০০ বর্গফুটের প্রথম তলের দ্বারোদ্ঘাটন হল ২৬ আগস্ট ২০২২ শুক্রবার,।
দ্বারোদঘাটন করলেন স্বামী লোকোত্তরানন্দজী, (অছি, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, বেলুড় মঠ, এবং সম্পাদক, রামকৃষ্ণ মঠ, কামারপুকুর।)
এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৃষা বোস ফাউন্ডেশনের পক্ষে শ্রী সপ্তর্ষি বোস ও শ্রীমতি রাই বোস, শ্রী পুন্ডরীকাক্ষ সাহা, বিধায়ক, নবদ্বীপ, শ্রী তপন কুমার চ্যটার্জী, বিধায়ক, পূর্বস্থলী উত্তর, নবদ্বীপ পৌরসভার পৌরপতি শ্রী বিমানকৃষ্ণ সাহা ও একাধিক পৌরসদস্য, নবদ্বীপ ও পার্শ্ববর্তী অঞ্চলের বিভিন্ন সংগঠনের সদস্য এবং বহু বিশিষ্টজন।
বক্তব্যে স্বামী লোকোত্তরানন্দজী, বলেন শ্রী রামকৃষ্ণ মিশন এক বৃহৎ কর্ম যজ্ঞে এগিয়ে চলছে, পাশাপাশি তিনি আরও বলেন আত্মস্থানন্দ জীর ইচ্ছে ছিল এই স্থানে একটি সেবা প্রতিষ্ঠান তৈরী হোক, আজ যা হলো।
এই ভবন থেকে আগামী দিনে
গদাধর অভ্যুদয় প্রকল্প, অবৈতনিক পাঠদান কেন্দ্র, দাতব্য চিকিৎসালয়, কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, গ্রন্থাগার, চাকুরী প্রশিক্ষণ কেন্দ্র, ছাত্রাবাসসহ বহুমুখী সেবা কাজ এই ভবন থেকে পরিচালিত হবে।
এই ভবনটি নবদ্বীপ ও নদীয়া জেলায় সেবামূলক কাজের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠবে বলে সকলে মতপ্রকাশ করেন।