আমরাকুচি এলাকায় সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির মধ্য দিয়ে মাইকিং করে সাধারণ মানুষকে সচেতন করলো কেশপুর থানার পুলিশ।

0
279

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:– দুর্ঘটনাকে এড়াতে জেলা পুলিশের নির্দেশে শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের পঞ্চমী এবং আমরাকুচি এলাকায় সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির মধ্য দিয়ে মাইকিং করে সাধারণ মানুষকে সচেতন করলো কেশপুর থানার পুলিশ। যাতে মোটরবাইক চালালে অবশ্যই হেলমেট ব্যবহার করা হয় সেই বিষয়ে সচেতন করার পাশাপাশি কেশপুরের গ্রামীণ রাস্তার পাশে যে সমস্ত অসাধু ব্যক্তি গরু বেঁধে রাখার কারণে দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে সেই সব অসাধু ব্যক্তিদের করা হুঁশিয়ারি দেওয়া হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে।