আবদুল হাই, বাঁকুড়াঃ সোনামুখী জোনাল ও বিষ্ণুপুর মহাকুমা নিখিলবঙ্গ শিক্ষক সমিতি সোনামুখী ইউনিটের উদ্যোগে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো সোনামুখী বি জে হাইস্কুলে।গত দু’বছর করোনা সংক্রমণের কারণে এই কর্মসূচি বন্ধ ছিল। পরিস্থিতি স্বাভাবিক হতেই বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে আবৃত্তি,অংকন এবং সংগীত এর মধ্য দিয়ে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পতাকা উত্তোলন এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।হিন্দি আবৃত্তি,ঊর্দু কবিতা, সাঁওতালি কবিতা, নৃত্য, সঙ্গীত,প্রবন্ধ প্রতিযোগিতা গুলি অনুষ্ঠিত হয়। এছাড়াও এদিন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়।এই সাংস্কৃতিক প্রতিযোগিতা কে কেন্দ্র করে ছাত্র ছাত্রীদের উচ্ছাস লক্ষ্য করা যায়। সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে তাদের পুরস্কৃত করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিখিলবঙ্গ শিক্ষক সমিতির বাঁকুড়া জেলা সভাপতি আতনু বন্দোপাধ্যায়, মহাকুমা সম্পাদক সঞ্জীব সমাদ্দার, মহাকুমা সভাপতি অভয় পদ চৌধুরী ও আয়োজক সোনামুখী বি জে হাইস্কুলের প্রধান শিক্ষক মনোরঞ্জন চোংরে
Home রাজ্য দক্ষিণ বাংলা নিখিলবঙ্গ শিক্ষক সমিতি সোনামুখী জোন ও মহাকুমা পক্ষ থেকে সাংস্কৃতিক প্রতিযোগিতা।