বারবাকড়া সিদ্ধি বিনায়ক কমিটির ষষ্ঠতম বর্ষের ১৫ ফুট গনেশ প্রতিমা তৈরির কাজ চলছে পুরোদমে।

0
243

আবদুল হাই, বাঁকুড়াঃ শিব ও পার্বতীর পুত্র গজানন গণেশ। হিন্দুদের সমৃদ্ধি ও সৌভাগ্যের সর্বোচ্চ দেবতা হিসেবে পূজিত হন। পঞ্জিকা অনুযায়ী ভাদ্র মাসের শুক্লা পঞ্চমী তিথিতে গণেশের পূজা হয়ে থাকে। যেকোনো শুভ কাজের প্রথমেই সিদ্ধিদাতা গণেশের পুজো না করলে তা সম্পূর্ণ হয় না। তাই ঐতিহ্যময় ভারতবর্ষে সিদ্ধিদাতা গণেশ প্রথম পুজিত দেবতা। গণেশের পূজা ভারতের প্রায় সর্বত্র অনুষ্ঠিত হলেও বিশেষ করে মহারাষ্ট্রে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই পূজা পালন করা হয়। তবে এই বাংলাতেও গণেশের পূজা বেশ আড়ম্বরপূর্ণভাবেই করে থাকে বাঙালিরা। তবে বাঁকুড়া জেলার ছাতনার ১৫ ফুটের গণেশ প্রতিমা এ বছর নজর কাড়তে চলেছে জেলাবাসীর। এক মাসধরে চলছে পূজোর প্রস্তুতি… এবছর ছাতনা‌ বারবাকড়া সিদ্ধি বিনায়ক কমিটির ষষ্ঠতম বর্ষের ১৫ ফুট গনেশ প্রতিমা দেখতে হাজার হাজার মানুষের সমাগম হবে বলে মনে করছেন পুজো কমিটির উদ্যোক্তারা।