আবদুল হাই, বাঁকুড়াঃ কেন্দ্রীয় জমিয়তে উলমায়ে হিন্দের নির্দেশে বাঁকুড়া জেলা জমিয়তে উলমায়ে হিন্দের ব্যবস্থাপনায় শান্তি সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষার্থে ” জমিয়ত সদ্ভাবনা সংসদ ” অনুষ্ঠিত হলো সোনামুখী ব্লক অডিটোরিয়াম হলে । বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন । আগামী দিনে শান্তি সম্প্রীতি ও গণতন্ত্র কিভাবে সমাজে আরো বেশি মজবুত করা যায় তাই নিয়ে এই সম্প্রীতি অনুষ্ঠানে আলোচনা হল । এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনামুখী পৌরসভার চেয়ারম্যান সন্তোষ মুখার্জি , ভাইস চেয়ারম্যান সোমনাথ মুখার্জি , সোনামুখীর বিশিষ্ট সমাজসেবী সভাপতি লুৎফর রহমান , সোনামুখী থানার আইসি সূর্যদীপ্ত ভট্টাচার্য , সোনামুখীর বিশিষ্ট সমাজসেবী বিশ্বনাথ মুখোপাধ্যায় , ইন্দাসের বিশিষ্ট সমাজসেবী শেখ হামিদ সহ জেলা এবং সোনামুখী ব্লকের বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন । এই সম্প্রতি সভা অত্যন্ত প্রশংসনীয় । আগামী দিনে এই বাংলা শুধু নয় সারা ভারতবর্ষে সমস্ত ধর্মের মানুষ শান্তির সম্প্রীতি ও গণতন্ত্রের পক্ষে একসাথে বসবাস করবে ।
বাঁকুড়া জমিয়তে উলমায়ে হিন্দের সভাপতি বলেন , কিছু অসাধু ব্যক্তি উস্কানিমূলক বক্তব্য দিয়ে ভারতবর্ষে অশান্তি তৈরি করার চেষ্টা করছে । তাই এইরকম পরিস্থিতিতে আমাদের এই সম্প্রীতি সভা করতে হলো ।