পশ্চিমবঙ্গে আর একটি ইতিহাস ও সমাজবিজ্ঞান বিষয়ক সংগঠন; বারাসত হিস্ট্রি লাভার্স এসোসিয়েশন গঠিত হলো।

0
838

নিজস্ব সংবাদদাতা,বারাসত:- ২৮আগস্ট বারাসত হিস্ট্রি লাভার্স এসোসিয়েশন- এর বার্ষিক সাধারণ সভা থেকে ২০২২-২৩ এর জন্য ২৩ জনের এক্সিকিউটিভ কমিটি ও সেক্রেটারিয়েট গঠিত হলো।নব গঠিত পরিচালন কমিটি:
আহ্বায়ক -,সুনীল বিশ্বাস
সভাপতি – মহীতোষ গায়েন
সহ সভাপতি – দেবপ্রসাদ বসু, উৎপল মৃধা
সম্পাদক – ধ্রুব কর
সহ সম্পাদক – মৈত্রেয়ী সরকার, সমীর ঈশা, তনুময় ব্রহ্ম, বুম্বা দে
কোষাধ্যক্ষ – বুবু প্রামাণিক
সহ কোষাধ্যক্ষ – ঈশিতা রায়
অফিস সম্পাদক – প্রান্তিক কুমার দাস
পত্রিকা সম্পাদক – সোনামনি ঘোষ
সহ পত্রিকা সম্পাদক – বিলাস সরকার
প্রচার সম্পাদক – তন্ময় রায়, পীযুষ নন্দী
সহ প্রচার সম্পাদক – সৌমেন আচার্য
অন্যান্য সদস্য – সাইফুল মোল্লা, বিভাস গিরি, তনয় সেন, রিয়া পাল, শুভম মন্ডল, সোমা দাস,

কমিটি থেকে সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট প্রাবন্ধিক, সম্পাদক ও সিটি কলেজের উপাধ্যক্ষ ড. মহীতোষ গায়েন সর্বসম্মতিক্রমে সম্পাদক নির্বাচিত হয়েছেন পাঁশকুড়া বনমালী কলেজের অধ্যাপক ধ্রুব কর।আজকের সভায় ইতিহাস ও সমাজ বিজ্ঞান চর্চা,সেমিনার,গ্রন্থ প্রকাশ,ইতিহাস ভিত্তিক কর্মসূচি ঘোষণা করা হয়। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ইতিহাস,কলা,সমাজ বিজ্ঞান-এর গবেষক,ছাত্রছাত্রী,শিক্ষক,
অধ্যাপক,অনুরাগীরা এই অরাজনৈতিক,একাডেমিক সংগঠনের সদস্য হতে পারবেন বলে নব নির্বাচিত সভাপতি জানান।