কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: পোশাক পরিবর্তনের প্রতিবাদে আন্দোলনে নামল কোচবিহারের সুনীতি অ্যাকাডেমির প্রাক্তনীরা। লেখাপড়ার দিক দিয়ে গোটা রাজ্যে প্রথম সারিতে রয়েছে এই স্কুলটি। প্রায় প্রতিবছরই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে রাজ্য মেধা তালিকায় স্কুলের বেশ কয়েকজন পড়ুয়া থাকে। নারী শিক্ষা প্রসারে ১৮৮১ সালে স্থাপিত এই স্কুলটি। এতদিন স্কুলের পোশাক পরিবর্তন হয় নি। কিন্তু হঠাৎ স্কুলের পোশাক পরিবর্তনের নির্দেশ আশায় আন্দোলনে নামলো স্কুলের প্রাক্তনিরা।
স্কুলের প্রাক্তনীদের দাবি, স্কুলের সবুজ সাদা পোশাক তাঁদের আবেগের সঙ্গে জড়িয়ে রয়েছে। সেই আবেগকে নিয়ে তাঁরা কাউকে ছিনিমিনি খেলতে দেবেন না। এই স্কুলের ঐতিহ্য প্রায় দেড়শো বছরের। ফলে দীর্ঘদিনের তাঁদের সেই ঐতিহ্য কোনও সরকার এসে নিজের ইচ্ছে মতো পরিবর্তন করে দেবে। তাঁরা তা কোনভাবে মেনে নেবেন না। সরকারি নিয়মেই রয়েছে হেরিটেজের কোনও কিছু পরিবর্তন করা যায় না। সেক্ষেত্রে তাঁদের স্কুলের ঐতিহ্য প্রায় দেড়শো বছরের। ফলে পোশাক পরিবর্তন তারা কোনোভাবেই মেনে নেবেন না। অবিলম্বে তাঁদের দাবি মানা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা।
Home রাজ্য উত্তর বাংলা পোশাক পরিবর্তনের প্রতিবাদে আন্দোলনে নামল কোচবিহারের সুনীতি অ্যাকাডেমির প্রাক্তনীরা।