নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আজ জাতীয় ক্রীড়া দিবস।হকির যাদুকর ধ্যানচাঁদের জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছর ২৯ আগস্ট ভারতের জাতীয় ক্রীড়া দিবস উদযাপিত হয়। আজ যথাযোগ্য মর্যাদার সঙ্গে জাতীয় ক্রীড়া দিবস পালন করল রানাঘাট ফ্রেন্ডস ক্লাব। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।এরপর ধ্যান চাঁদের প্রতিকৃতিতে মাল্য দানের মধ্য দিয়ে তাঁকে শ্রদ্ধা জানান হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত রঞ্জি খেলোয়াড় আব্দুল মোনায়েম। এবং ডান্স বাংলা ডান্স খ্যাত যোগা অভিনেত্রী দেবপর্না গোস্বামী।এদিনের অনুষ্ঠানে বিভিন্ন স্তরের খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়। খেলাধুলায় অবদানের জন্য বিশিষ্ট মানুষদের এদিনের মঞ্চে সংবর্ধিত করা হয়।উপস্থিত ছিলেন রানাঘাট পুরসভার পুরপ্রধান কোশলদেব বন্দ্যোপাধ্যায় ও উপ পুরপ্রধান আনন্দ দে ও রানাঘাট পুরসভার কাউন্সিলরবৃন্দ।