শিক্ষক- শিক্ষিকরা প্রায়শ দেরি করে স্কুলে আসেন, এই অভিযোগ তুলে স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা।

0
274

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- শিক্ষক- শিক্ষিকরা প্রায়শ দেরি করে স্কুলে আসেন, এই অভিযোগ তুলে স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। ফলে স্কুলে ঢুকতে না পেরে গেটেই আটকা পড়েন শিক্ষকরা।
বহরমপুর ব্লকের টিকটিকিপাড়া ২নম্বর প্রাথমিক বিদ্যালয়ের এমন অচল অবস্থা চলছে বেশ কয়েক বছর ধরে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই স্কুলে শিক্ষকরা নিজেদের ইচ্ছে অনুযায়ী যাওয়া আসা করেন। নিয়মের তোয়াক্কা করেন না। কোনও কোনও শিক্ষক দুপুর একটার সময় স্কুলে আসেন। এতে পড়ুয়াদের পড়াশোনার ক্ষতি হচ্ছে। বহুবার বিষয়টি নিয়ে অভিযোগ জানানো হয়েছে স্কুল কর্তৃপক্ষের কাছে। লাভ হয়নি। তাই এদিন আমরা স্কুলে তালা ঝুলিয়ে দিয়েছি।
শিক্ষকরা অবশ্য এই বিষয়ে মুখ খুলতে চাননি ক্যামেরার সামনে। পরে বাসিন্দাদের সঙ্গে স্কুল কর্তৃপক্ষের আলোচনা হয়। বিষয়টি তারা বিবেচনা করবেন বলে আশ্বাস পেয়ে গেটের তালা খুলে দেওয়া হয়।