কালনা রোড ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে আয়োজিত গণেশ পূজোর শুভ উদ্বোধন।

0
365

পূঃ বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- একদন্তং মহাকায়ং লম্বোদর গজাননম।
বিঘ্নবিনাশকং দেবং হেরম্বং পনমাম্যহম।
সিদ্ধিদাতা গণেশ আমাদের বাড়িতে আসেন সুখ ও শান্তি নিয়ে। পুরাণে আছে আয়ু, অভীষ্ট, অভিলাষ ধনরত্ন লাভ করতে হলে নতমস্তকে গণেশের প্রতি প্রণাম করে পূজা করলে সিদ্ধিলাভ করা যায়। তাই গনেশ পুজোয় মাতোয়ারা হয়েছেন পূর্ব বর্ধমান জেলাবাসী। বিভিন্ন জায়গায় জাকজমকসহ করা হচ্ছে গণেশ পূজো। সেই রকমই কালনা রোড ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে করা হচ্ছে গণেশ পূজো। প্রতি বছরের ন্যায় এ বছরও গণেশ পূজোর আয়োজন করা হয়েছে এবং এই পুজোকে ঘিরে বসেছে মেলা।

আজ পুজোর শুভ উদ্বোধন করেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিক। ফিতে কেটে ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে করা হয় গণেশ পুজোর উদ্বোধন। আজ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈকুন্ঠপুর এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়দেব ব্যানার্জি, বৈকন্ঠপুর এক অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী আজাদ রহমান, বৈকুণ্ঠপুর টু অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুপম ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।