তৃণ্ময় বেরা, ঝাড়গ্রাম:- খাবারের সন্ধানে সোমবার রাতে গোপীবল্লভপুর ২নং ব্লকের কানপুর গ্রামে ঢোকে পড়ে দলছুট দাঁতাল হাতি রামলাল।কানপুর গ্রামে পরিদর্শন করে।পরে গ্রামবাসীরা হাতিটিকে ৯ নং রাজ্য সড়কের উপর তাড়িয়ে দেয়।তার পর দাঁতাল হাতিটি ৯ নং রাজ্য সড়কের উপর তপসিয়ায় কাছে একটি লরি আটকে ধান খায় সেখান কিছুক্ষণ দাদগিরি করার পর শিবানন্দ পুরের রাইস মিলের গেট ভেঙে ফেলে ।রাইস মিলের কর্মীরা বস্তা জালিয়ে হাতিটির ছত্র ভঙ্গ করে ।এর পরে বনদপ্তরে কর্মীরা গিয়ে হাতিটিকে গাইড করে জঙ্গলে পাঠানোর চেষ্টা করলে হাতিটি সুবর্ণরেখা নদী পার হয়ে মধ্যরাতে ১ টার পর গোপীবল্লভপুর ১ নং ব্লকের ভট্টগোপালপুর,টোপগেড়িয়া গ্রামে ঢুকে একপ্রকার বাড়ি বাড়ি তল্লাশি করতে দেখা গেল দলছুট হাতিটিকে।বেশ কয়েকটি বাড়ির বাইরে থাকা চাল এবং ধান খায় বলে জানা গেছে। পরে বনদপ্তরে কর্মীরা হাতিটিকে স্থানীয় জঙ্গলে পাঠাতে সক্ষম হয়