ছাগল বাঁধা কে কেন্দ্র করে বচসা,রাতে অন্ধকারে দুষ্কৃতিদের হাতে আক্রান্ত দম্পতি।

0
241

সুভাষ চন্দ্র দাশ,বাসন্তী- ছাগল বাঁধা কে কেন্দ্র বচসা। আর তার পরেই রাতের অন্ধকারে দুষ্কৃতিদের হাতে আক্রান্ত হলেন এক দম্পতি।ঘটনাটি ঘটেছে সোমবার রাতে বাসন্তী থানার অন্তর্গত উত্তর মোকামবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের আমড়াতলা গ্রামে।ইতিমধ্যে ঘটনার বিষয়ে মঙ্গলবার বাসন্তী থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ
স্থানীয় সুত্রে জানা গিয়েছে এলাকার বাসিন্দা কানাই নাথ।তার বাগানে প্রতিনিয়ত ছাগল বাঁধেন প্রতিবেশী মহান্তী পরিবারের লোকজন।সোমবার সকালে নাথ পরিবারের বধু মহান্তী পরিবারের কাছে জানতে যায়,তাদের জমির উপর কেন ছাগল বাঁধা হবে। প্রতিবাদ করেন কানাই নাথ এর স্ত্রী গীতা নাথ। শুরু হয় দুই পরিবারের বচসা।সেই সময়ের মতো দুই প্রতিবেশীর বচসা মিটেও যায়। অভিযোগ এরপর গভীর রাতের অন্ধকারে বাঁশ,লাঠি নিয়ে বেশকিছু দুষ্কৃতি নাথ পরিবারের উপর চড়াও হয়। অভিযোগ বেধড়ক মারধর করা হয় কানাই কে। মারধর হাত থেকে স্বামীকে বাঁচাতে এগিয়ে আসে গীতা দেবী। অভিযোগ তাকেও মারধর করে দুষ্কৃতিরা।ঘটনার কথা জানতে পেরে অন্যান্য প্রতিবেশীরা বাড়ির বাইরে বেরিয়ে আসলে দুষ্কৃতিরা রাতের অন্ধকারে পালিয়ে গা ঢাকা দেয়। প্রতিবেশীরা রক্তাক্ত অবস্থায় কানাই নাথ কে উদ্ধার করে চিকিৎসার জন্য বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় বর্তমানে বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই ব্যক্তি। ঘটনার বিষয়ে বাসন্তী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত পরিবারের লোকজন। ঘটনার তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ।