মহার্ঘ্য ভাতা সহ ৪ দফা দাবিতে জেলাশাসকের কাছে স্মারকলিপি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারী কর্মচারী সমিতির।

0
239

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:  বকেয়া ৩১ শতাংশ মহার্ঘ্য ভাতা সহ চার দফা দাবিতে জেলা শাসকের করণে স্মারকলিপি দিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারী কর্মচারী সমিতি। এদিন তাঁরা কোচবিহার জেলা শাসকের করনের সামনে বিক্ষোভ দেখিয়ে পরে স্মারকলিপি প্রদান করেন। এদিন ওই আন্দোলনের নেতৃত্ব দেন বাদল শর্মা।
জানা গেছে, সারা বাংলার সাথে কোচবিহার জেলাতেও তাঁদের বকেয়া ৩১ শতাংশ মহার্ঘ্য ভাতার দাবিতে ২ ঘন্টার কর্ম বিরতি রেখেছেন। সেই কর্মবিরতির ফাঁকে তাঁরা আজ ৪ দফা দাবী নিয়ে কোচবিহার জেলা শাসকের করণে স্মারকলিপি প্রদান করেলেন বলে জানা গিয়েছে।
তাঁদের দাবী, বকেয়া ৩১ শতাংশ মহার্ঘ্য ভাতা প্রদান, কেন্দ্রীয় হারে মহার্ঘভাতা, সমস্ত সরকার দপ্তর গুলিতে শুন্যপদে নিয়োগ, অস্থায়ী কর্মীদের স্থায়ীকরন করার দাবিতে আজ তাঁদের ওই স্মারকলিপি।