কোচবিহার, ৩০ আগস্টঃ আচমকা বেড়ে যাওয়া নদীর জলে তলিয়ে গেল একাদশ শ্রেনীর এক ছাত্র। সোমবার বিকেলে মাথাভাঙা ১ ব্লকের জোড়পাটকি গ্রাম পঞ্চায়েতের শিবপুর এলাকায় মানসাই নদীতে ওই ঘটনা ঘটেছে। নদীর জলে তলিয়ে যাওয়া ওই কিশোরের নাম রোজ আলম। তাঁর বয়স ১৭ বছর। স্থানীয় শিবপুর হাইস্কুলের একাদশ শ্রেণীর ছাত্র ওই কিশোর।যুবকের তলিয়ে যাওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই নদীর পাড়ে ভীড় জমান স্থানীয়রা।খবর দেওয়া হয় পুলিশ ও সিভিল ডিফেন্সে।
স্থানীয় বাসিন্দারা জানান,এদিন বিকেলের পর থেকে হঠাৎ করে মানসাই নদীর জল বাড়তে থাকায় নদীর চরে বাঁধা গরু বাড়িতে নিয়ে আসার সময় হঠাৎ নদীর জলে তলিয়ে যায় ওই কিশোর। স্থানীয় বাসিন্দারা নৌকা দিয়ে সন্ধ্যা পর্যন্ত নদীতে তল্লাশি চালিয়েও খোঁজ না মেলায় কান্নায় ভেঙে পড়ে পরিবারের সদস্যরা।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙা থানার পুলিশ, মাথাভাঙা ১ ব্লকের বিডিও সম্বল ঝা,পঞ্চায়েত সমিতির সভাপতি সুজাতা বর্মণ, কর্মাধক্ষ্য মহেন্দ্র বর্মণ, দিনের আলো কমে যাওয়ায় সিভিল ডিফেন্সের বোর্ড নামিয়ে তল্লাশি চালানো সম্ভব হয়নি। তবে মঙলবার সকালে থেকে বোর্ড নামিয়ে ফের ওই কিশোরের খোঁজে তল্লাশি চালানো শুরু হয়েছে।
Home রাজ্য উত্তর বাংলা মাথাভাঙায় নদীর জলে তলিয়ে গেল একাদশ শ্রেনীর এক ছাত্র, বোর্ড নামিয়ে তল্লাশি...