কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: ৬ দফা দাবির ভিত্তিতে জেলা শাসকের করনে স্মারকলিপি প্রদান জিআরএস অ্যাসোসিয়েশন। এদিন তাঁরা জেলা শাসকের করণে গিয়ে বিক্ষোভ দেখায়। পরে ৫ জনে একটি প্রতিনিধি দল গিয়ে জেলা শাসকের করে গিয়ে ওই স্মারকলিপি প্রদান করে।
তাঁদের ওই ৬ দফা দাবী গুলো হল, স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি, ২০১৯ সালে সরকারের যে ৪ বছরের ইনক্রিমেন্ট করেছিলেন সেই সেই ইনক্রিমেন্ট ফেরত দিতে হবে, অনৈতিক ভাবে জি.আর.এস.এ-র উপর চাপ সৃষ্টি করা যাবে না এবং বকেয়া বিল গুলো মিটিয়ে দিতে হবে। এই ৬ দফা দাবিতে তাঁরা আজ জেলা শাসকের করণে স্মারকলিপি দেয়। যদি তাঁদের দাবী মেনে নেওয়া না হয় তাহলে তাঁরা আরও বৃহত্তর আন্দোলনে নামবে বলে জানান ওই সংগঠনের নেতৃত্বরা।
Home রাজ্য উত্তর বাংলা ৬ দফা দাবির ভিত্তিতে জেলা শাসকের করনে স্মারকলিপি প্রদান জিআরএস অ্যাসোসিয়েশন।