অবৈধভাবে মজুত করা কয়লা উদ্ধার করল খয়রাশোল থানার পুলিশ।

0
212

সেখ ওলি মহম্মদ, বীরভূমঃ- আবারও অবৈধভাবে মজুত করা কয়লা উদ্ধার করলো বীরভূম জেলার খয়রাশোল থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে খয়রাশোল থানার ওসি সঞ্চয়ন ব্যানার্জী তার থানার বিশাল পুলিশ বাহিনী নিয়ে হাজির হয় খয়রাশোল থানার দহল গ্ৰামে। ফরিদ খাঁ নামে ঐ গ্ৰামেরই বাসিন্দার বাড়িতে অবৈধভাবে মজুত ছিলো প্রায় ৮০ মেট্রিক টন কয়লা। ওসি সঞ্চয়ন ব্যানার্জী ও তার দলবল গোটা বাড়ি ঘিরে ফেলে। তারপর ঐ অবৈধভাবে মজুত করা কয়লা উদ্ধার করে খয়রাশোল থানার পুলিশ। এই কয়লা গুলোর বাজার মূল্য আনুমানিক ১২ লক্ষ টাকা। জানা যায়, ফরিদ খাঁ নামে ঐ কয়লা পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। যিনি নাকি ঐ থানারই সিভিক ভলেন্টিয়ারের বাবা। উল্লেখ্য, গত ২৬ আগস্ট একটি ডাম্পার সহ বিপুল পরিমাণ কয়লা উদ্ধার করে খয়রাশোল থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর অবৈধভাবে কয়লা পাচার রুখতে তৎপর বীরভূম জেলার পুলিশ। আর অবৈধ কয়লা পাচার এবং পাচারকারিদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে খয়রাশোল থানার ওসি সঞ্চয়ন ব্যানার্জী।