এগরা হাসপাতালের প্রসূতি বিভাগে আগুন আতঙ্ক, চাঞ্চল্য,ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন।

0
280

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  পূর্ব মেদিনীপুর জেলার এগরা মহকুমা হাসপাতালে প্রসূতি বিভাগে অক্সিজেন সিলিন্ডারের পাইপ ফেটে আগুন লাগে পুড়ে যায় বেস বেশ কয়েকটি বেড। এই ঘটনার পর
আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে প্রসূতি বিভাগের প্রসূতিরা ও প্রসূতির আত্মীয়রা।ঘটনাস্থলে হুড়োহুড়ি লেগে যায়। আগুন ছড়ানোর খবর চারিদিকে ছড়িয়ে পড়তে আতঙ্কগ্রস্ত হয় হসপিটাল কর্মী থেকে সাধারণ মানুষ যদিও আগুন লাগার প্রাথমিক অবস্থায় হাসপাতালে কর্মী ও রোগীর আত্মীয়দের সহযোগিতায় নিয়ন্ত্রণে আনে পরে দমকলের একটি ইঞ্জিন এসে পুরোপুরি আগুন আয়ত্তে আনে। এই নিয়ে হাসপাতাল চত্বরে একটি আতঙ্কের পরিবেশ তৈরি হয় ঘটনাস্থলে পৌঁছায় এগরা থানার পুলিশ। পুলিশ ও দমকল কর্মীরা তদন্তে নেমেছে কি কারনে আগুন বা কেন অক্সিজেন সিলিন্ডারের পাইপ বাস্ট হলো।