মনিরুল হক, কোচবিহারঃ শারদীয়া উৎসবের ঢাকে কাঠি পড়ে গেছে। মা দুর্গা আসছে। শারদ উৎসবে প্রাক্কালে গণেশ চতুর্দশীতে গণপতি উৎসব অর্থাৎ গণেশ পূজার মাথাভাঙ্গা মহকুমাবাসী। মূলত গণেশ পূজা হয় পহেলা বৈশাখে। পশ্চিমবঙ্গ বাদ দিলে অন্যান্য প্রদেশে বিশেষ করে দক্ষিণ ভারতে গণপতি উৎসব মহা সোমা রোহে পালিত হয়। আধুনিক ছোঁয়াতে উত্তর বাংলার সব জায়গাতেই গণেশ চতুর্দশীর দিন গণেশ পূজায় মতে সাধারণ ব্যবসায়ী থেকে যুব সম্প্রদায় এবং বিভিন্ন ক্লাব স্বেচ্ছাসেবী সংগঠন।
জানা গেছে, আজকের মাথাভাঙ্গার আজাদ হিন্দ ক্লাব, পশ্চিমপাড়া উদয়ন সংঘ, সুভাষপল্লী, মাথাভাঙ্গা চৌপতি সংলগ্ন, মাথাভাঙ্গা বাজার, নিশিগঞ্জ, ঘোকসাডাঙ্গা, গোসাইয়েরহাট শীতলকুচি, মেখলিগঞ্জ চ্যাংড়াবান্ধা সহ একাধিক স্থানে এই উৎসব পালিত হচ্ছে।
মাথাভাঙ্গা আজাদ হিন্দ ক্লাবের অন্যতম উদ্যোক্তা ভাস্কর বিশ্বাস বলেন, মিস্টার সঙ্গে গণেশ পূজা করছি, সান্ধ্যকালীন বেশ কিছু কর্মসূচি রয়েছে। সন্ধ্যাবেলা প্রসাদ বিতরণ, এবং বেশ কিছু বাড়িতে রাতের আহার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে ক্লাব এর পক্ষ থেকে গণেশ চতুর্দশী উপলক্ষে। সবমিলিয়ে মহাসমারোহে ধুমধাম করে মাথাভাঙ্গা এবং মেখলিগঞ্জ মহকুমায় গণেশ পূজা হচ্ছে সাড়ম্বরে।