মনিরুল হক, কোচবিহারঃ গ্রামের রাস্তা বেহাল। গ্রামবাসীরা স্বেচ্ছাশ্রম দিয়ে সেই রাস্তা মেরামত করে নজির গড়লেন মাথাভাঙা ২ ব্লকের নিশিগঞ্জ ছন্নমাদার গ্রামে। অভিযোগ বারবার গ্রাম পঞ্চায়েতের নজরে এনেও কাজ হয়নি। তাই গ্রামবাসীরা নিজেরাই স্বেচ্ছাশ্রমে রাস্তা সারাই করলেন। নিশিগঞ্জ ২ গ্রাম পঞ্চায়েতের ছন্নমাদার গ্রামে এদিন সকাল থেকে গ্রামের মাটির রাস্তা সারাই করতে হাত লাগান গ্রামবাসীদের একাংশ। দিনভর গ্রামবাসীদের স্বেচ্ছাশ্রমে রাস্তাটি ব্যবহারের উপযোগী হয়ে উঠে। যদিও স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যের দাবি ওই রাস্তাটি সংস্কার করে সিমেন্টের ঢালাইয়ের রাস্তা করার সিদ্ধান্ত হয়ে আছে।
ছন্নমাদার গ্রামের বাসিন্দাদের অভিযোগ,এই রাস্তা দিয়ে সবাই চলাচল করে। প্রায় এক বছর ধরে পুকুরের পার ভাঙনে রাস্তাটি বেহাল হয়ে পড়েছিল।পঞ্চায়েত, প্রধান সবাইকে বলেছি কাজ হয়নি।পাশেই মাদ্রাসা।গ্রামের মানুষের কাছে বাঁশ চেয়ে নিয়ে পুকুরের পাশে পাইলিং দিয়ে রাস্তায় মাটি ফেলা হয়। প্রায় পঞ্চাশ মিটার রাস্তা খুব খারাপ। রাস্তা ভাঙনে সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ভাঙনের কবলে পড়েছিল।
ছন্নমাদার গ্রামের পঞ্চায়েত সদস্য আমির হোসেন বলেন,’সমস্যাটি আমার নজরে আছে। পঞ্চায়েত থেকে ওই রাস্তাটি ঠিক করার কথা থাকলেও একশো দিনের কাজ বন্ধ থাকায় একটু দেরি হচ্ছে।
Home রাজ্য উত্তর বাংলা গ্রামের রাস্তা বেহাল, স্বেচ্ছাশ্রম দিয়ে রাস্তা মেরামত করে নজির গড়লেন নিশিগঞ্জ ছন্নমাদার...