জঙ্গলমহলে হারিয়ে যাওয়া মাটি ফিরে পেতে মরিয়া বাম।

0
220

ঝাড়গ্রাম, নিজস্ব সংবাদদাতা:- জঙ্গলমহলে হারিয়ে যাওয়া মাটি ফিরে পেতে চলেছে বামেরা ! বুধবার বামেদের ডেপোটেশন কর্মসূচিতে মানুষের উপচে পড়া ভিড়। ঝাড়গ্রাম শহরের রাস্তা এদিন লাল ঝাণ্ডায় ভরে যায় । এই ডেপুটেশন মিছিল দেখার পরেই মানুষের মনে প্রশ্ন উঠতে শুরু করেছে তবে কি জঙ্গলমহলে মানুষের সমর্থন পাচ্ছে বামেরা। ২০১১ সালের পালাবদলের পর ক্রমশ শক্তি হারাতে থাকে বামপন্থী সংগঠনগুলি । ২০১৮ পঞ্চায়েত এবং ২০১৯ এর লোকসভা ভোটেও বামেদের সেইভাবে দেখা যায়নি । কিন্তু ২৮ দফা দাবিকে সামনে রেখে বুধবার ঝাড়গ্রাম জেলা শাসকের কাছে ডেপুটেশন কর্মসূচিতে কয়েক হাজার মানুষের জমায়েতের স্বতঃস্ফূর্ত মিছিল করে সিপিএম । এদিন ঝাড়গ্রাম শহরের হিন্দু মিশন মাঠ থেকে মিছিল শুরু করে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য অমিয় পাত্রের নেতৃত্বে পুরো ঝাড়গ্রাম শহর পরিক্রমা করে মিছিল । জেলাশাসকের কার্যালয়ে বাইরে পথসভার মাধ্যমে ২৮দফা দাবিকে সামনে রেখে সিপিএমের ৫ সদস্য ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল কুমার আগরবালার কাছে ডেপোটেশন জমা দেয় । কেন্দ্রীয় কমিটির সদস্য অমিয় পাত্র বলেন, “মানুষের দাবি নিয়ে মিছিল , চোর ধরার জন্য মিছিল , রাজ্যটাকে বাঁচানোর জন্য মিছিল । মিছিলের মাধ্যমে জেলা শাসকের কাছে ডেপুটেশন জমা দেয়া হবে”। সিপিএমের রাজ্য কমিটির সদস্য পুলিনবিহারী বাস্কে বলেন, “এদিন আমরা ২৮ দফা দাবিকে সামনে রেখে ঝাড়গ্রামের জেলা শাসকের কাছে ডেপুটেশন জমা দিলাম” ।