দূর্গা পুজোকে আন্তর্জাতিক মর্যাদা প্রদান,ইউনেস্কো কে ধন্যবাদ জানাতে শোভাযাত্রা, বন্ধ থাকবে শহরের বিশেষ রুটে যান চলাচল, সহ ফুটপাথে ব্যবসা।

0
160

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- রাজ্যের অন্যান্য শহরের মতোই বৃহস্পতিবার জেলা প্রশাসনের উদ্যোগে ইউনেস্কো দ্বারা দূর্গা পুজোকে আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান করার বিষয়টিকে স্মরণীয় করে রাখতে, জলপাইগুড়ি শহরের ও আয়োজন করা হচ্ছে এক বর্ণাড্ড শোভাযাত্রার।
এই শোভাযাত্রা শহরের রবীন্দ্র ভবন প্রাঙ্গন থেকে শুরু হয়ে, বেগুনটারি মোড় হয়ে কদমতলা হয়ে ডি বি সি রোড পরিক্রমা করে থানা মোড় হয়ে রবীন্দ্র ভবনে গিয়ে সমাপ্ত হবে, এই শোভাযাত্রা যাতে সুষ্ঠ ভাবে সম্পন্ন করা যায়, সেই কারণে বেলা ১১টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত নির্দিষ্ট এলাকা গুলোতে টোটো সহ অন্যান্য যানবাহন চলাচল যেমন বন্ধ থাকবে, এর পাশাপাশি এই সমস্ত রুটে পথের ধারের ব্যাবসায়িক গতিবিধি ও বন্ধ থাকবে।
ইতিমধ্যেই এই বিষয়ে শহরে মাইকিং করে প্রচার শুরু হয়েছে।