পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কে নন্দকুমারের খঞ্জির নিকটে একটি দোকানে ভয়াবহ আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। জানা গিয়েছে স্থানীয় একটি মাংসের দোকানে আগুন লাগে। সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের চারটি দোকানে,এরপর স্থানীয়দের তৎপরতায় আগুন নেভানোর কাজ চালাচ্ছে। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। ঘটনার খবর কি ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন, প্রায় ঘন্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে, তবে কি কারণে এই ঘটনা ঘটেছে তা এখনো পর্যন্ত জানা যায়নি, তবে স্থানীয়দের প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের ফলেই লেগেছে এই আগুন, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।