পানীয় জলের দাবি নিয়ে রাস্তা অবরোধ স্থানীয়দের, তীব্র চাঞ্চল্য হলদিয়ায়।

0
263

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  বুধবার পূর্ব মেদিনীপুর জেলার শিল্পনগরী হলদিয়া পানীয় জলের সংকট সকাল-সকাল গ্রামবাসীদের রাস্তা অবরোধ ,বিক্ষোভ ।
সুতাহাটা থানা এলাকায় সুতাহাটা মণ্ডল -২ গুয়াবেরিয়া অঞ্চলে গড়াদোরোতে পানীয় জলের সমস্যার কারণে পথ অবরোধ। দীর্ঘদিন ধরে পানীয় জলের সংকট মেটালে স্থানীয় গ্রামবাসীরা রাস্তা ঘিরে বিক্ষোভ দেখায়। সুতাহাটা- কুকড়াহাটি রোড অবরোধ করে। সকাল সকাল ব্যস্ততম সময়ে রাস্তা অবরোধ হবার ফলে যানজটের সৃষ্টি হয়। সুতাহাটা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। পুলিশ পানীয় জলের সমস্যা সমাধানের আশ্বাস দিলে, কয়েক ঘন্টা পরে বিক্ষোভ উঠে যায়।
সুতাহাটা মণ্ডল -২ গুয়াবেরিয়া অঞ্চলে গড়াদোরোতে একমাস হলো পানীয় জলের টিউবয়েল খারাপ হয়ে পড়ে রয়েছে । স্থানীয় মানুষজনের অভিযোগ ,স্থানীয় পঞ্চায়েত প্রধানকে এবং প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি। পাশের গ্রাম থেকে বহুদূর থেকে পানীয় জল বয়ে আনতে হয়। খারাপ হওয়া টিউবয়েল সারিয়ে পানীয় জলের সংকট মেটানোর জন্য স্থানীয় এলাকাবাসীরা সকাল-সকাল বিক্ষোভ দেখায়।
পাশাপাশি বেশ কয়েকটি জলের উৎস থাকলেও রাজনৈতিক চক্রান্ত করা হচ্ছে
শেখ সাবিরউদ্দিন, গুয়াবাড়িয়া পঞ্চায়েত প্রধান