বাঁকুড়া পুলিসের জালে আন্তঃজেলা গরুপাচার চক্র।

0
224

নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ- গত মাসখানেক ধরেই বাঁকুড়া জেলায় গরু চুরির ঘটনা ঘটতে থাকে।কিছুদিন আগে বাঁকুড়া কোতুলপুর থানার এক গ্রাম থেকে অনেকের বাড়ি থেকে গরু উধাও হয়ে যায়। শুধু তাই নয় বাঁকুড়া, ছাতনা এবং কোতুলপুর থানা এরিয়া থেকে ক্রমাগত গরু অভিযোগ পুলিশের কাছে আসতে থাকে।অভিযোগগুলির ভিত্তিতে এই থানা তিনটিতে একাধিক কেসও রুজু করা হয়। বিষয়টির গুরুত্ব ও স্পর্শকাতরতা উপলব্ধি করে এই তিনটি থানার ওসি, আই সি এবং অফিসারদের নিয়ে একটি SIT গঠন করা হয় ডিএসপি ডি এন টির নেতৃত্বে। তদন্তে নামার পর মাত্র দশদিনের মধ্যেই সোর্স ইনফরমেশনও আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে অভিযুক্তদের গতিবিধির উপর নজর রাখা হতে থাকে। তদন্তে এও জানা যায় যে দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুর থানা নিবাসী দুষ্কৃতিরা মূলতঃ রাত ১২টার পর দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা যেমন বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হুগলীর প্রত্যন্ত গ্রামগুলিতে ৫-৬ জনের গ্যাং নিয়ে গিয়ে গরু চুরি করে আবার পরের দিন সকালে নিজেদের ডেরায় ফিরে যেত।তবে এই বার ওত পেতেই ছিলো বাঁকুড়া পুলিশের SIT এর অফিসাররা। তাই গতকাল যখনই ওই টিম আবার গরুচুরির অপারেশনে বেরোয়, তখন প্ল্যানমাফিক পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানার অন্তর্গত বালিচকে হাতেনাতে তাদের এরেস্ট করা হয়।সবসমেত ৬জন দুষ্কৃতিকে এরেস্ট করা হয় এবং আজ তাদের আদালতে পেশ করা হবে। তদন্তে এও জানা গেছে যে দুষ্কৃতিরা চুরি করা গরুগুলিকে দক্ষিণ ২৪ পরগণার বিভিন্ন জায়গায় বিক্রি করে দিত।সম্প্রতি বাঁকুড়া জেলা থেকে ২১টি গরু চুরি হয়। ১৫ দিনের মধ্য কিনারা করলো বাঁকুড়া জেলা পুলিশ।এর সাথে আরও অন্য কোন চক্রের যোগাযোগ আছে কিনা পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।