হবিবপুর থানার অন্তর্গত মালদা নালাগোলা রাজ্য সড়কে মধ্যমকেন্দুয়া এলাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষাপেলো একটি বেসরকারি বাস।

0
184

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- হবিবপুর থানার অন্তর্গত মালদা নালাগোলা রাজ্য সড়কে মধ্যমকেন্দুয়া এলাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষাপেলো একটি বেসরকারি বাস,বুধবার প্রায় বারোটা নাগাদ নালাগোলা হইতে মালদা যাওয়ার পথে মধ্যমকেদুয়া এলাকায়,এক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে রাজ্য সড়কে ধারে একটি রাস্তা পাশে একটি বাড়ির দেওয়ালে ধাক্কা মারে।এলাকাবাসী দেখতে পেয়ে ছুটে আসে তড়িঘড়ি উদ্ধারের কাজ শুরু করে এক সাইকেল আরোহী আহত হয়েছে বলে জানা গেছে তাকে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতাল চিকিৎসার জন্য পাঠানো হয় বাসের যাত্রীদের এলাকাবাসী উদ্ধার করে। গ্রাম পঞ্চায়েতের সদস্য ও এলাকাবাসী জানান বুধবার দুপুর ১২টা নাগাদ মধ্যমকেন্দুয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে মালদা অভিমুখী এক বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে এক সাইকেল আরোহীকে সজরে ধাক্কা মারে রাস্তার পাশে থাকা একটি বাড়িতে ডুকে য়ায় বাসটি ঘটনাস্থলে দুমরে মুচরে যায় ঐ সাইকেলটি আহত হয় ঐ সাইকেলে থাকা শিশু আহতো হয়। স্থানীয়রা তড়িঘড়ি ছুটে এসে আহতদের উদ্ধার করে বুলবুলচন্ডি গ্রামীণ হাসপাতালে পাঠায়। প্রায় ঘটনার পর থেকেই ৩০মিনিট পথ অবরোধ করে রাখে স্থানীয়রা। জানা যায় ঐ বাসটি নালাগোলা থেকে মালদা যাচ্ছিল। সেই সময় ঐ সাইকেল আরোহিকে বাঁচাতে গিয়ে বাড়ির দেওয়ালে ধাক্কা মারে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রতিদিন এভাবে মালদা নালাগোলা রাজ্য সড়কে রেষারেষি করে চলে বাস চলাচল করে প্রশাসনে কাছে আবেদন এই রাস্তায় গাড়ির নিয়ন্ত্রণে রাখার ব্যবস্থা করা হোক । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হবিপুর থানার আই সি সুবীর কর্মকার সহ বিশাল পুলিশবাহিনী পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক বাসটিকে থানায় নিয়ে যাওয়া হয় ড্রাইভার পলাতক এ ঘটনার পুরো ঘটনা তদন্ত শুরু করেছে হবিবপুর থানার পুলিশ।