ইউনেস্কোর সম্মানে আয়োজিত বিশেষ শোভাযাত্রায় পালকিতে চড়ে শহর পরিক্রমা মা দূর্গার ।

0
236

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- বৃহস্পতিবার রাজ্যের অন্যান্য শহরের সাথে জলপাইগুড়ি শহরের রাজপথেও জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্লাব, দূর্গা পুজো কমিটি সহ সমাজের বিভিন্ন স্তরের নাগরিকদের নিয়ে একটি বর্ণাড্ড শোভাযাত্রার শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে,। তবে এই শোভাযাত্রায় এক অভিনব কায়দায় অংশ নিতে দেখা যায় জলপাইগুড়ি শহরের অন্যতম ঐতিহ্যবাহী দূর্গা পুজোর আয়োজক দিশারী ক্লাবকে।
দিশারী ক্লাবের পক্ষ থেকে এদিন পালকিতে মা দুর্গাকে বসিয়ে অতীত কে বর্তমান প্রজন্মের সঙ্গে পরিচয় করাতে দেখা যায়।
এই প্রসঙ্গে দিশারী ক্লাব কর্তৃপক্ষ জানান, বর্তমান প্রজন্ম যেমন পালকি দেখেনি, অতীতের এই সব সংস্কৃতির সঙ্গে বর্তমান প্রজন্মের পরিচয় করিয়ে দিতেই এই উদ্যোগ।