কেশপুর থানা পুলিশের উদ্যোগে “পুলিশ দিবস” পালন।

0
326

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  ১লা সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার পুলিশ দিবস, পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের নির্দেশে জেলার প্রত্যেকটি থানায় পালিত হচ্ছে পুলিশ দিবস, এই দিন পদযাত্রার মাধ্যমে পুলিশ দিবস পালনের পাশাপাশি, পথদ নিরাপত্তা বিষয় নিয়ে সাধারণ মানুষকে সচেতন করলো কেশপুর থানার পুলিশ, এই দিন পরিশেষে বিভিন্ন রকম সমাজসেবক মূলক কর্মসূচি পালনের মধ্য দিয়ে এই দিনটি পালন করল কেশপুর থানার পুলিশ, উপস্থিত ছিলেন কেশপুর থানার ভারপ্রাপ্ত অফিসার অঞ্জনি কুমার তেওয়ারি সহ অন্যান্য পুলিশ কর্তারা।