প্রকাশ কালি ঘোষাল, হাওড়া :- পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী সেপ্টেম্বরের ১ তারিখ পুলিশ দিবস ঘোষণা করেন সেই মতো প্রত্যেক জায়গায় প্রশাসনের পক্ষ থেকে অনুষ্ঠান করার কথা বলেছিলেন। মুখ্যমন্ত্রী সে কথা মত সাঁকরাইল থানার পক্ষ থেকে মানিকপুর বেলতলা থেকে চাঁপাতলার মোড়ে পর্যন্ত ৫ কিলোমিটার এক ম্যারাথন দৌড়ে আয়োজন করেন হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে সাঁকরাইল থানা ভারপ্রাপ্ত অফিসারেরা। দৌড়ে এক থেকে দশ পর্যন্ত স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয় প্রশাসনের পক্ষ থেকে। দৌড়ে স্টাটিং পয়েন্টে উপস্থিত ছিলেন হাওড়া সিপি, ডিসি ম্যাডাম, এসিপি, সাঁকরাইল থানার আইসি, সাঁকরাইল বিধানসভার বিধায়িকা, মানিকপুর তদন্ত কেন্দ্রের ওসি ও নাজিরগঞ্জের ওসি সহ বিভিন্ন প্রশাসনের আধিকারিক। দৌড়ের শেষে সাঁকরাইল ব্লক স্বাস্থ্য কেন্দ্র হাজী এসটি মল্লিক হসপিটালের রোগীদেরকে হাতে ফল ও মিষ্টি তুলে দেন প্রশাসনের পক্ষ থেকে। বেলার দিকে সাঁকরাইল থানার উদ্যোগে সাঁকরাইল এলাকা কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেয়া হয় এবং যে সকল ব্যক্তির ফোন হারিয়ে গিয়েছিল সেই সকল ফোন রিকভার করে সাঁকরাইল থানার প্রশাসনের পক্ষ থেকে ব্যক্তিদের হাতে ফোন তুলে দেয়া হয় বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে। সাঁকরাইল এলাকার অনিন্দিতা অঙ্কিতা হলে সমস্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন প্রশাসনের আধিকারিক থেকে শুরু করে বিধায়িকা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রশাসনের পক্ষ থেকে এমন সুন্দর অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে প্রত্যেকে আপ্লুত ছাত্র-ছাত্রী থেকে শুরু করে আপামর জনগণ। এ যেন এক পারিবারিক বন্ধনে আবদ্ধ হল সাঁকরাইলের প্রশাসন এবং সাঁকরাইলবাসী। এমন দিন আবার ফিরে আসুক এই প্রার্থনা করে আগামী বছরের জন্য অপেক্ষায় রইলো প্রশাসন থেকে শুরু করে এলাকার আপামর সাংস্কৃত মনোভাবাপন্ন ব্যক্তিগণ।