বাঁকুড়া জেলা প্রশাসনের উদ্যোগে দুর্গাপূজার শোভাযাত্রা ।

0
205

আবদুল হাই, বাঁকুড়াঃ বাংলার দুর্গাপুজাকে ওয়ার্ল্ড হেরিটেজের স্বিকৃতী দিয়েছে ইউনেস্কো। সেই সম্মানে সারা রাজ্যের পাশাপাশি জেলা প্রশাসনের আয়োজনে আজ দুর্গাপুজার শোভাযাত্রা হল বাঁকুড়া জেলাতেও। এদিন বেলা দুটার সময় বাঁকুড়ার হিন্দু হাইস্কুল ময়দান থেকে বিভিন্ন লোক সংস্কৃতির শিল্পীদের নিয়ে এই শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষ হয় বাঁকুড়ার প্রাণকেন্দ্র মাচানতলায়। শোভাযাত্রায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে ঢাক সহ অন্যান্য বাদ্য যন্ত্র শিল্পী ও বিভিন্ন ধরনের লোক নৃত্য শিল্পীরা অংশ নেন। শোভাযাত্রায় জেলা পুলিশ সহ বিভিন্ন সরকারী দফতরের সুসজ্জিত ট্যাবলোর পাশাপাশি পথ হাঁটেন বাঁকুড়া শহরের বিভিন্ন নামী ও অনামী পুজোর উদ্যোক্তারাও। শোভাযাত্রায় অংশ নেন বাঁকুড়ার জেলা শাসক কে রাধিকা আইয়ার, পুলিশ সুপার বৈভব তেওয়ারি সহ জেলা প্রশাসনের আধিকারিক ও পদাধিকারীরা।