মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- ঈদগাহের জমি নিজের ও আত্মীয়দের নামে রেকর্ড করে নেওয়ার অভিযোগ উঠল ভগবানগোলা ব্লক ১ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মদক্ষ মোস্তফা কামাল এর বিরুদ্ধে। ভগবানগোলার পশ্চিম পাড়ার ঈদগাহর জমি নিজের নামে ও তার আত্মীয়ের নামে রেকর্ড করে নিয়েছে মোস্তফা কামাল বলে অভিযোগ করেন পশ্চিম পাড়া গ্রামের বাসিন্দারা । গ্রামবাসীদের দাবি প্রায় ৮৩ বছর থেকে এই ঈদগাহ আছে এবং এইখানে নামাজ পড়া হয় । ঘটনাস্থল আজ পরিদর্শনে যান ভগবানগোলা ব্লক ১ এর RI বিলাস সাহা। তিনি বলেন যে আমাদের কাছে অভিযোগ দেওয়া পড়েছিল ওই জমি নিয়ে তাই আমি আজ তদন্তে গিয়েছিলাম। আমি ওই জায়গা দেখে এসেছি সেখানে ঈদগাহ আছে ও আরো কিছুটা জায়গা ফাঁকা রয়েছে । আমি দুই পক্ষের কাছেই জায়গার কাগজপত্র চেয়েছি । পরবর্তীতে BLLRO একদিন ওনাদের ডাকবেন তখন তাদের আসল কাগজপত্র দেখে যা সিদ্ধান্ত নেওয়ার তিনি নেবেন । যদিও অভিযোগ অস্বীকার করেন ভগবানগোলা ব্লক ১ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মদক্ষ মোস্তাফা কামাল । তিনি বলেন ওই জায়গা আমাদের বাপ দাদাদের সম্পত্তি । আমার বাপ দাদারা ওই জায়গা ঈদগাহ কে দান করে গেছেন। আমাদের অজান্তেই কিছুটা জায়গা এখনো আমাদের নামে রেকর্ড রয়েছে সেই জায়গা আমাকে যখন বলবে আমি তখনি সেই জায়গা ঈদগাহ কে রেজিস্ট্রি করে দেবো ।
Home রাজ্য দক্ষিণ বাংলা ঈদগাহের জমি নিজের ও আত্মীয়দের নামে রেকর্ড করে নেওয়ার অভিযোগ উঠল ভগবানগোলা...