পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- তৃণমূলের এক -একটা উইকেট পড়া শুরু হয়েছে। আমরা বলেইছি পার্থ চোর, পরেশ চোর, কেষ্ট চোর। তৃণমূলের পুরো পার্টিটাই চোর। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির ডাক প্রসঙ্গে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেন, এতো সবে শুরু হয়েছে। চা খেতে খেতে অনেকেই জেলে ঢুকবেন। শুক্রবার পূর্ব মেদিনীপুরের এগরার মির্জাপুরে এক জনসভায় এমনটাই মান্ত্যব্য করেন মেদিনীপুরের সাংসদ তথা বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। এদিন তিনি তৃণমূলের পাশাপাশি বামফ্রন্টকেও এক হাত নিশানা করে তীব্র আক্রমণ সানান। বামেদের কোমর ভেঙে গেছে। শুধু লেজটা নড়ছে। বামেরা ইট পাটকেল মেরে পুলিশকে পিটিয়ে খবরের শিরোনামে আসার চেষ্টা করছে। আপনারা খবর করেন তাই তাঁরা লাফালাফি করে। এখানে গ্রামের দিকে কোথায় আছে বাম? শহরের মধ্যে বামেরা দশটা লোককে নিয়ে চিৎকার চেঁচামেচি করে। এদিন দিলীপের ভবিষৎ বাণী যে ডিসেম্বরেই তৃণমূলের সরকারটা পড়ে যাবে । সুপ্রিম কোর্টে অভিষেককে সাময়িক রক্ষাকবচ প্রাসঙ্গে দিলীপ ঘোষ বলেন, কোর্ট যা বলবে তা মানতে হবে।কোর্টের নির্দেশেই তদন্ত চলছে। এদিনের ৱ্যালি ও জনসভায় কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থকেরা হাজির ছিলেন।
Home রাজ্য দক্ষিণ বাংলা তৃণমূলের পুরো পার্টিটাই চোর,অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির ডাক প্রসঙ্গে এগরা থেকে এমনটাই বললেন...