নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার মেজিয়ায় ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, টাকার বিনিময়ে নতুন সাংগঠনিক পদে দায়িত্ব পেয়েছেন অনেকেই, তৃণমূলের সাংগঠনিক সভায় বিস্ফোরক তৃণমূল নেতৃত্ব।
গত কয়েকদিন আগে রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক পদে বেশকিছু রদবদল আনে রাজ্য তৃণমূল নেতৃত্ব। সেইমতো বাঁকুড়ার মেজিয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক পদে বেশ কিছু রদবদল ঘটে। পুরানো ব্লক সভাপতির পদেই বহাল থাকে জন্মেজয় বাউরি। সহ-সভাপতি এবং যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি দায়িত্বভারে উঠে আসে নতুন মুখ। আর এতেই ক্ষুব্ধ তৃণমূল নেতা রবিলোচন গোপ ও তার অনুগামীরা। মেজিয়ার একটি বেসরকারি ম্যারেজ হলে এক সাংগঠনিক আলোচনা সভায় প্রকাশ্যে দলের বিরুদ্ধে ক্ষোভ দাগেন তারা। চক্রান্ত করে মেজিয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সংগঠনকে শেষ করতে টাকার বিনিময়ে জেলা এমনকি রাজ্যস্তরের তৃণমূল নেতৃত্ব অযোগ্য মানুষজনদের এই দায়িত্ব দিয়েছে। এর বিরুদ্ধে আমাদের লড়াই আন্দোলন জারি থাকবে। কর্মীসভায় প্রকাশ্যে এই প্রতিক্রিয়া উঠে আসতেই শুরু হয়েছে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। তৃণমূল নেতা রবিলোচন গোপ অর্থ লেনদেনের কথা মুখে না আনলেও তার মুখে শোনা গেল দলের বিরুদ্ধে বিক্ষোভের সুর। যদিও মেজিয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জন্মেজয় বাউরী এ নিয়ে সংবাদমাধ্যমের সামনে কোন মুখ খোলেননি।