নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- বিদ্যুৎ দপ্তরের অস্থায়ী কর্মীদের দায়ী করে জোর করে রেভিনিট নষ্টের বিষয় লিখিয়ে নেওয়া হচ্ছে। এর ফলে দপ্তর থেকে কাউকে শোকচ করা হচ্ছে, কারোর বিরুদ্ধে থানায় অভিযোগ করা হচ্ছে। অথচ অস্থায়ী কর্মীরা এই কাজের সঙ্গে যুক্ত নয়। তাঁদের বলির পাঁঠা করা হচ্ছে। অভিযোগ, কিছু স্থায়ী কর্মীদের বিরুদ্ধে। তাঁদের হাতেই থাকে রেভিনিউ বিষয়ক আইডি। অস্থায়ী কর্মীরা ফিল্ডে কাজ করে, তাঁদের আইডি জানার বিষয় নয়। এদিন স্থায়ী কর্মীদের এই অনৈতিক কাজের বিরুদ্ধে সোচ্চার হয় ডাব্লুবিএসইডিসিএল কনট্রাকটর ওয়ার্কম্যান অ্যাসোসিয়েশন। তাঁরা নর্থ মালদা ডিভিশন-এর সংশ্লিষ্ট দপ্তরের সামনে বিক্ষোভ দেখান।
Home রাজ্য উত্তর বাংলা বিদ্যুৎ দপ্তরের অস্থায়ী কর্মীদের দায়ী করে জোর করে রেভিনিট নষ্টের বিষয় লিখিয়ে...