নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:- আগামী ৬ সেপ্টেম্বর করম পরব উপলক্ষে পূর্ণ ছুটির দাবিতে শনিবার কুড়মি সমাজের বিভিন্ন সংগঠন ডাক দিয়েছে ১২ ঘন্টা পথ অবরোধের। এদিন সকাল ছ’টা থেকে সন্ধ্যা ছ’টা পর্যন্ত এই অবরোধের ডাক দিয়েছেন তাঁরা। তাঁদের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ির সভা থেকে করম পরবে পূর্ণাঙ্গ ছুটির কথা ঘোষণা করলেও, আজও তা কার্যকর না হওয়ায় বাধ্য হয়েই তাঁরা পথ অবরোধের রাস্তা বেছে নিয়েছেন৷ তবে যান চলাচলের ক্ষেত্রে দুধের গাড়ি, অ্যাম্বুল্যান্স, ওষুধের গাড়িকে ছাড় দেওয়া হচ্ছে। গিয়েছে৷
জানা গিয়েছে, আগামী ৬ সেপ্টেম্বর করম পরব রয়েছে। এই দিনটিতে সেকশনাল হলিডে বরাদ্দ করেছে রাজ্য সরকার৷ কিন্তু এই দিনে পূর্ণ ছুটির দাবি দীর্ঘদিন ধরে করে আসছেন কুড়মি সমাজের নেতৃত্বরা। এই দাবিতে হুড়কা জাম চলছে। ঝাড়গ্রাম শহরের প্রবেশ মুখে সারদাপীঠ মোড়ে ৫ নং রাজ্য সড়কে চলছে ডিজে বাজিয়ে কুড়মালি ভাষায় নাচ ও গান। এছাড়াও দহিজুড়ি, শিলদা, বেলপাহাড়ি, বড়শোল, বেলিয়াবেড়া, নয়াগ্রাম, গিধনি, সাঁকরাইলে চলছে রাজ্য সড়ক ও জেলা সড়কে অবরোধ। ৬ নং জাতীয় সড়ক গুপ্তমণীর কাছে অবরোধ করছে পশ্চিমবঙ্গ কুড়মি সমাজের রাজ্য সভাপতি রাজেশ মাহাতোর নেতৃত্বে পথ অবরোধ।
Home রাজ্য দক্ষিণ বাংলা করম পরব উপলক্ষে পূর্ণ ছুটির দাবিতে শনিবার কুড়মি সমাজের বিভিন্ন সংগঠনের ডাকে...