নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- গোটা দেশের সঙ্গে আজ রানাঘাটেও সাড়ম্বরে পালিত হলো রাধা অষ্টমী। ভাদ্র মাসের শুক্ল পক্ষের চতুর্থ তিথিতে রাধা অষ্টমীর উৎসব পালিত হয়। শোনা যায় রাধারানীর জন্মদিবস কৃষ্ণের জন্মের ১৫ দিন পরে পালিত হয়। এটা বিশ্বাস করা হয় যে রাধা ছাড়া কৃষ্ণের পুজো অসম্পূর্ণ। প্রচলিত আছে রাধারানীর পুজো করলে কৃষ্ণ কৃপা পাওয়া যায়। আজ রানাঘাট তালপুকুর পাড়া শ্রীচৈতন্য সেবাশ্রম সংঘে সকাল থেকে রাধা অষ্টমী উপলক্ষে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আয়োজিত হয়। সকল ভক্তবৃন্দ একত্রিত হয়ে হয় সংকীর্তন। ছিল প্রসাদ বিতরণের ব্যবস্থা।